দুই বিঘা জমি কবিতার প্রশ্ন উত্তর

দুই বিঘা জমি কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১: কার দুই বিঘা জমি ছিল?
উত্তর :
উপেনের দুই বিঘা জমি ছিল।

প্রশ্ন-২: ভূস্বামী কার জমি কিনে নিতে চাইলেন?
উত্তর :
ভূস্বামী উপেনের জমি কিনে নিতে চাইলেন।

প্রশ্ন-৩: জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল কেন?
উত্তর :
বাগানের জমি দৈর্ঘ্য-প্রস্থে সমান করার উদ্দেশ্যে জমিদার উপেনের দুই বিঘা জমি নিতে চাইল।

প্রশ্ন-৪: রাজা ক্রুর হাসি হেসে উপেনকে কী বলেছিলেন?
উত্তর :
রাজা ক্রুর হাসি হেসে উপেনকে বলেছিলেন, ‘আচ্ছা, সে দেখা যাবে।’

প্রশ্ন-৫: উপেন দু’বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে কী পেয়েছিল?
উত্তর:
উপেন দু’বিঘা জমির পরিবর্তে বিধাতার নিকট থেকে কী পেয়েছিল।

error: Content is protected !!