তাড়িতচৌম্বকীয় আবেশ কাকে বলে?

একটি দণ্ড চুম্বক এবং একটি কুণ্ডলীর মধ্যে যদি আপেক্ষিক গতি থাকে, তবে কুণ্ডলীর মধ্যে একটি ক্ষণস্থায়ী তড়িচ্চালক বলের উদ্ভব ঘটে এবং কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, এই ক্রিয়াকে তাড়িতচৌম্বকীয় আবেশ বলে।

পরিবর্তনশীল চৌম্বক ফ্লাক্স তথা ক্ষেত্র দ্বারা কুণ্ডলীতে তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহের উৎপত্তির ঘটনাকে তাড়িত চৌম্বকীয় আবেশ বলা হয়।

error: Content is protected !!