ডকুমেন্ট ব্যবস্থাপনা বলতে বোঝায় যেকোনো ধরনের নথি বা ফাইল (কাগজের হোক বা ডিজিটাল) তৈরি করা, সংরক্ষণ করা, সংগঠিত করা, খুঁজে বের করা, ভাগ করে নেওয়া, এবং প্রয়োজনে মুছে ফেলার একটি সুসংগঠিত প্রক্রিয়া। এর মূল লক্ষ্য হলো তথ্যকে সহজলভ্য, নিরাপদ এবং কার্যকরী রাখা।
ডকুমেন্ট ব্যবস্থাপনা বলতে কোনটিকে বোঝায়?
ক) ডকুমেন্ট ফরম্যাটিং
খ) ডকুমেন্ট সংরক্ষণ
গ) ডকুমেন্ট সাজানো
ঘ) ডকুমেন্ট বিন্যাস
সঠিক উত্তর : খ) ডকুমেন্ট সংরক্ষণ