ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে টানা সহজ হয় কেন?

ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হয় ব্যাগটি টানার সময় তা ভূমির সাথে তত কম কোণ তৈরি করে। অর্থাৎ হাতলটি ভূমির বেশি কাছাকাছি থাকে। আর θ এর মান কম হলে cosθ এর মান বেশি হয়। অর্থাৎ এক্ষেত্রে ভূমি বরাবর বেগের মান বেশি হয় যাতে ব্যাগটি সহজেই টেনে নেওয়া যায়। 

এজন্যই ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয়।

error: Content is protected !!