বৈচিত্র্যময় জীবজগতের প্রতিটি জীবকে আলাদা নামে সঠিকভাবে জানার জন্য নামকরণ করা হয়। আন্তর্জাতিকভাবে সুনির্দিষ্ট নিয়মে বৈজ্ঞানিক নাম করা হলে পৃথিবীর সবদেশের বিজ্ঞানীরা একই নামে সংশ্লিষ্ট জীবকে সনাক্ত করতে পারেন। এতে করে জীবের নামের ভাষাগত ভিন্নতা দূর হয়।