কোনো একটি নিদিষ্ট দেশের কোনো একটি নির্দিষ্ট পণ্যের মেধাস্বত্ব বা মালিকানাকে জিআই (GI) পণ্য (Geographical Indication Product) ‘ভৌগলিক নির্দেশক পণ্য’ বলা হয়। আর এই জিআই পণ্যের স্বীকৃতি প্রদান করে জাতিসংঘের ‘বিশ্ব মেধাসম্পদ সংস্থা’ তথা WIPO (World Intellectual Property Organization)।
GI পণ্য বা ভৌগলিক নির্দেশক পণ্য কতটি?
GI পণ্য বা ভৌগলিক নির্দেশক পণ্য ৫১ টি।
বিশ্ব মেধাসম্পদ সংস্থা (WIPO) কর্তৃক ঘোষিত বাংলাদেশের ভৌগলিক নির্দেশক পণ্য বা GI পণ্য গুলো কী কী?
প্রথম জিআই পণ্যঃ জামদানি শাড়ী (২০১৬ সালের ১৭ নভেম্বর জামদানি শাড়ী বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে সনদ পায়)।
দ্বিতীয় জিআই পণ্যঃ ইলিশ মাছ (২০১৭ সালের ১৭ আগস্ট দ্বিতীয় জিআই পণ্য হিসেব সনদ পায় ইলিশ মাছ)।
সর্বশেষ জিআই পণ্য কোনটি?
৫১তম জিআই পণ্যঃ দিনাজপুরের বেদানা লিচু।
[আপডেট তথ্য: ৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত]