জারক কি?

জারণ-বিজারণ বিক্রিয়ায় যে বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলে। যে সকল পরমাণু, মূলক বা আয়ন রাসায়নিক বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে তাকে জারক বলা হয়। যেমন:

Cl + e → Cl

এই বিক্রিয়ায় ক্লোরিন পরমাণু (Cl) একটি ইলেকট্রন গ্রহণ করেছে। সুতরাং Cl পরমাণু একটি জারক।

উদাহরণঃ হ্যালোজেনসমূহ(X2), O2, O3, H2O2, MnO2, PbO2, HNO3, গাঢ় H2SO4, KMnO4, K2Cr2O7, CuSO4, FeCl3, KClO3, K4[Fe(CN)6], রাজ অম্ল ইত্যাদি হলো জারক।

আরো পড়ুনঃ

error: Content is protected !!