ছোট বয়স থেকে একজন কবি কবিতা বানাবেন কবিতা পড়ে, চারদিকের ছবি দেখে, বুকের মধ্যে ছবি, রং ও সুর জমা করে।
ছোট বয়সেই বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। মনের মধ্যে জমাতে হবে ছবির রং, সুর, ছন্দ। তার পর যখন বড় হবে শব্দ, ছন্দ, ছবি, সুর, রং সব দল বেঁধে আসবে তাঁর কাছে; বলবে আমাদের আপনি কবিতায় রূপ দেন। আর এভাবে ছোট বয়স থেকে একজন কবি কবিতা বানাবেন।