ছোট বয়সে বুকে শব্দ আর ছন্দ জমানো উচিত কবিতা লেখার জন্য। লেখক ছোট বয়সে কবিতা না লিখে অনেক বেশি করে দেখার কথা বলেছেন। এ বয়সে শুধুই দেখতে হবে। বুকের মধ্যে এবং মনের মধ্যে ছবি, রং, সুর জমাতে হবে। কারণ বড় হলে এ ছবি, রং, সুর কবিতা লেখার ক্ষেত্রে খুব উপকার করবে। ছোট বয়সে উচিত অনেক কবিতা পড়া। বুকে জমানো শব্দ আর ছন্দগুলোই একদিন কবিতায় রূপ লাভ করবে। তাই ছোট বয়সে বুকে শব্দ আর ছন্দ জমানো উচিত।