গ্যালভানোমিটারের বিক্ষেপ শূন্য হওয়ার শর্ত কি?

গ্যালভানোমিটার দ্বারা কোনো বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা যায়। এর জন্যে একে বর্তনীতে যুক্ত করা হয়। যদি গ্যালভানোমিটারে দুই বিন্দুর বিভব সমান হয় তখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো তড়িৎ প্রবাহিত হয় না ফলে গ্যালভানোমিটারের কাঁটারও কোনো বিক্ষেপ ঘটে না তখন গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হয়।

error: Content is protected !!