গাড়ির গতির উপর রাস্তার মসৃণতার প্রভাব বাস্তব উদাহরণ দিয়ে ব্যাখ্যা কর।

গাড়ির গতির উপর রাস্তার মসৃণতার প্রভাব লক্ষণীয়। উদাহরণস্বরূপ : অমসৃণ রাস্তায় চলাকালীন অবস্থায় গাড়ির চাকার খাঁজের সাথে রাস্তার এবড়ো থেবড়ো অংশের সংস্পর্শে ঘটে। ফলে, ঘর্ষণবল ক্রিয়াশীল হয়। এতে, রাস্তায় গাড়ি সহজে চলতে পারে এবং ব্রেক চাপার দ্বারা সহজে গাড়ি থামানো যায়। তবে রাস্তা মসৃণ হলে, গাড়ির চাকার খাঁজের সাথে রাস্তার সংস্পর্শে সঠিকরূপে ঘটে না। ফলে, গাড়ি চলাচলে ও থামানোর ক্ষেত্রে স্লাইড করতে হবে। ফলে অসুবিধা পরিলক্ষিত হয়।

গাড়ির গতির উপর রাস্তার মসৃণতার প্রভাব
error: Content is protected !!