গার্ডনারের অন্তর্ব্যক্তি বুদ্ধি কাকে বলে?

নিজেকে বুঝতে নিজের অনুভূতি, ভয় এবং প্রেষণাকে সম্মান দিতে যে ক্ষমতার প্রয়োজন তাকে বলে অন্তর্ব্যক্তি বুদ্ধি। গার্ডনার এর মতে, নিজেকে কার্যকরী মডেল হিসেবে বিবেচনা করা এবং তদনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করা।

error: Content is protected !!