গলনাঙ্কে তাপমাত্রা স্থির রেখে কোনো পদার্থকে কঠিন থেকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে গলনের সুপ্ত তাপ বলে।
আমরা জানি, তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থের তাপমাত্রা যখন গলনাঙ্কে পৌঁছায় তখন সম্পূর্ণ পদার্থ তরলে রূপান্তরিত হওয়া পর্যন্ত তাপমাত্রার আর পরিবর্তন হয় না। এখানে যে পরিমাণ তাপ কঠিন পদার্থকে তরল অবস্থায় রূপান্তর করল তাই গলনের সুপ্ততাপ।