খাঁড়ি কি?

মোহনার কাছে নদী অসংখ্য শাখায় বিভক্ত হয়ে সমুদ্রে পতিত হয়। নদীর এই শাখাগুলি তাদের উৎসমুখে পলি সঞ্চয়ের ফলে একসময় মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তখন এগুলিকে খাঁড়ি (খাঁড়ির ইংরেজি প্রতিশব্দ হল Estuary, যার অর্থ হল Tidal Mouth) বলে। এই খাঁড়িগুলি জোয়ারের জলে পুষ্ট হয়।

খাঁড়ির বৈশিষ্ট্য

১) খাঁড়িগুলি জোয়ারের জলে পুষ্ট হয়।
২) খাঁড়িগুলির দৈর্ঘ্য ছোটো হয়।
৩) খাঁড়িগুলি অনেক সময় খাল দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হয়।
৪) খাঁড়িগুলি ফানেলের মতো আকৃতিবিশিষ্ট হলে ভরা কোটালের সময় জোয়ারজনিত বান দেখা যায়।

উদাহরণঃ পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকায় অনেক খাঁড়ি দেখা যায়। এশিয়ার উত্তরাংশের নদী ওব নদীর মোহানায় পৃথিবীর দীর্ঘতম খাঁড়ি সৃষ্টি হয়েছে।

error: Content is protected !!