কৃত্রিম ব্যক্তিসত্তা কাকে বলে?

যে সত্তা বা অস্তিত্ব বলে কোম্পানি নিজ নামে গঠিত ও পরিচালিত হয়, তাকে কোম্পানির কৃত্রিম সত্তা বলে। যেকোনো কোম্পানি এর সদস্যের থেকে সম্পূর্ণ আলাদা। আইন অনুযায়ী এটি কৃত্রিম ও স্বতন্ত্র ব্যক্তিসত্তার মর্যাদা ভোগ করে থাকে। ফলে কোম্পানি নিজ নামে অন্যের সাথে লেনদেন করতে পারে। এছাড়া কারো বিরুদ্ধে মামলা করতে পারে। একইভাবে অন্যরাও কোম্পানির বিরুদ্ধে মামলা করতে পারে। এই স্বতন্ত্র্য বৈশিষ্ট্যই কৃত্রিম ব্যক্তিসত্তা।

error: Content is protected !!