কুমুর বান্ধবীরা সবাই উপরের ক্লাসে উঠবে, শুধু সে-ই নিচের ক্লাসে পড়ে থাকবে – এ কথা ভাবতেই কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। কুমু লেখা পড়ায় খুব ভালো। কিন্তু পায়ে সমস্যার কারণে তাকে তিন মাস শুয়ে শুয়ে কাটাতে হয়েছে। আরও তিন মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরও তিন মাস দিদিমার বাড়িতে থাকতে হবে শুনে তার কান্না পায়। কারণ এতদিন অসুস্থতার কারণে তার কিছু পড়া হয়নি। তাই সে যখন ভাবে সে তার বান্ধবীদের চেয়ে নিচের ক্লাসে পড়ে থাকবে, তখনই তার চোখ ঝাপসা হয়ে আসে।