কবিতার জন্য শব্দের প্রয়োজনীয়তা কীরূপ?

কবিতা লেখার জন্য প্রথমে জানতে হবে শব্দ। তাই কবিতা লেখার জন্য শব্দের প্রয়োজনীয়তা অনেক।
বাংলা ভাষার শব্দভান্ডার হাজার বছরের সংযোজন-বিয়োজনের মধ্য দিয়ে বর্তমান রূপ লাভ করেছে। হরেক রকম শব্দ রয়েছে এ ভাষায়। রং, গন্ধ, বর্ণ, সুর, ছন্দে রয়েছে এর বিভিন্নতা। এগুলোর কোনো কোনোটির গায়ে রয়েছে হলুদ-সবুজ-লাল-নীল-বাদামি-খয়েরি রং। কোনো কোনো শব্দে বাঁশি, হাসি, বেহালার সুর, আবার কোনো কোনো শব্দে শুকনো পাতার খসখসে আওয়াজ, নূপুরের ধ্বনি বেজে ওঠে, কোনোটির শরীর থেকে আসে গোলাপের গন্ধ, কাঁঠালচাঁপার ঘ্রাণ, বাতাবি লেবুর সুবাস। লেখক মনে করেন কবিতা লিখতে হলে প্রথম এইসব শব্দ জানতে হবে, শিখতে হবে। কারণ শব্দের পর শব্দ বসিয়েই কবিতা হয়।

error: Content is protected !!