‘কবিতার জন্য দরকার শব্দ-রংবেরঙের শব্দ’- বুঝিয়ে লেখ।

কবিতা লেখার জন্য শব্দ জানার প্রয়োজনীয়তার কথা বোঝাতে প্রাবন্ধিক প্রশ্নোক্ত কথাটি বলেছেন।
কবিরা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে, একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন। কোনো কিছু তৈরি করতে গেলে অনেক জিনিসের প্রয়োজন হয়, যেমন – ঘুড়ি বানাতে দরকার লাল-নীল কাগজ, সূতা, বাঁশের টুকরো; তেমনি কবিতা বানাতেও কিছু জিনিস চাই। আর সে জিনিসগুলোর মধ্যে প্রথমেই প্রয়োজন শব্দ – রংবেরঙের শব্দ।

error: Content is protected !!