“এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যাঁর আহার্য।” – উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?

“এমন মায়ের সন্তান আমি, শুষ্ক খাদ্যই যাঁর আহার্য।” – উক্তিটিতে হযরত মুহাম্মদ (স.)-এর উদারতা ও নিরহংকারী সাধারণ জীবনযাপন প্রকাশ পেয়েছে।
মহানবি হযরত মুহাম্মদ (স.) কখনো বংশমর্যাদার বড়াই করতেন না। তিনি নিজেকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ এবং অন্যকে তাঁর চেয়ে ছোট মনে করতেন না। তাঁর কাছে সব মানুষের মর্যাদা ছিল সমান। তাঁকে কেউ ভয় পেলে অথবা বংশমর্যাদায় উঁচু বলে তাঁর কাছে যেতে সাহস না পেলে তিনি তাদের সাহস ও অভয় দিতেন। তিনি তাদের বলতেন-তিনি কোনো রাজা বা বাদশা নন, কিংবা তিনি কারও প্রভু নন।

error: Content is protected !!