উৎপাদক কাকে বলে? উৎপাদকের বৈশিষ্ট্য, জীববিজ্ঞান

উৎপাদক কাকে বলে?

জীববিজ্ঞানে উৎপাদক হলো সেইসব জীব যারা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। এরা খাদ্যশৃঙ্খলের গোড়ায় থাকে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উৎপাদকের বৈশিষ্ট্য

  • এরা সাধারণত সবুজ উদ্ভিদ, শৈবাল এবং কিছু ব্যাকটেরিয়া।
  • এদের মধ্যে ক্লোরোফিল নামক রঞ্জক পদার্থ থাকে, যা সূর্য থেকে আলো শোষণ করে খাদ্য তৈরিতে সাহায্য করে।
  • এরা অজৈব পদার্থ (যেমন: কার্বন ডাই অক্সাইড, জল) থেকে জৈব পদার্থ (যেমন: গ্লুকোজ) তৈরি করে।
  • এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই এরা স্বভোজী (autotroph)।
error: Content is protected !!