ইমানের বিপরীত কী?

ঈমান হলো আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, আখেরাত এবং কিসমতের উপর দৃঢ় বিশ্বাস। এটি হলো ইসলামের মূল ভিত্তি। ঈমান মানে শুধু মুখে বলা নয়, বরং অন্তর দিয়ে বিশ্বাস করা এবং আমলের মাধ্যমে তা প্রমাণ করা।

ঈমানের বিপরীত হলো কুফর। কুফর মানে আল্লাহ, তাঁর ফেরেশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ, আখেরাত এবং কিসমতের উপর অবিশ্বাস করা। কুফর দুই প্রকার: একটি হলো বড় কুফর, যা মানুষকে ইসলাম থেকে সম্পূর্ণ বের করে দেয়। অন্যটি হলো ছোট কুফর, যা ঈমানকে দুর্বল করে তবে সম্পূর্ণ নষ্ট করে না।

ঈমান এবং কুফর একে অপরের সম্পূর্ণ বিপরীত। ঈমান মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় এবং কুফর মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়।

error: Content is protected !!