- সুভা গল্পের প্রশ্ন উত্তর
- ‘সূর্য দীঘল বাড়ি’ চলচ্চিত্রের পরিচালক কে?
- সুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে ভরে গেল কেন? বুঝিয়ে লেখো।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত যৌতুকপ্রথার বিরুদ্ধে নারী-পুরুষের সম্মিলিত প্রতিরোধের চিত্র কোন গল্পে প্রতীয়মান হয়েছে?
আমাকে সবাই ভুলিলে বাঁচি – সুভার এরূপ মনোভাবের কারণ কী? নিম্নে আলোচনা করা হলো:
বাকপ্রতিবন্ধী হওয়ার কারণে সুভা প্রশ্নোক্ত মনোভাব পোষণ করত। বাবা-মায়ের ছোটো মেয়ে সুভা জন্ম থেকেই কথা বলতে পারে না। নিজের এমন অপূর্ণতায় সুভা নিজেকে অসহায় মনে করত। সে সাধারণের দৃষ্টিপথ হতে নিজেকে সর্বদা গোপন করে রাখত। বাকপ্রতিবন্ধী হওয়াটাকে সে অভিশাপ মনে করত। তাকে সবাই ভুলে গেলেই সে যেন স্বস্তি পেত।