আইসোলেশন কি?

আইসোলেশন (isolation) শব্দটির অর্থ হলো বিচ্ছিন্নতা। অর্থাৎ আইসোলেশন মানে একা থাকা বা অন্যের থেকে আলাদা থাকা।

করোনা রোগীকে আইসোলেশনে থাকতে হয়। করোনা রোগটির কোনো প্রতিষেধক এখন পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয় নি। তাই প্রতিরোধই হচ্ছে এর বড় সমান। 

করোনা রোগীকে আইসোলেশনে রেখে মানে আলাদা করে হাসপাতালে রেখে ডাক্তার এবং নার্সদের তত্ত্বাবধায়নে সেবা দেয়া হয়। 

কারণ না হলে খুব সহজেই আক্রান্ত ব্যক্তি থেকে করোনার ভাইরাস সুস্থ্য মানুষের দেহে চলে যেতে পারে।

error: Content is protected !!