আইনের প্রাচীনতম উৎস কি?

প্রথা হচ্ছে আইনের সবচেয়ে প্রাচীনতম উৎস। সমাজে প্রচলিত রীতি-নীতি, আচার-আচরণ ও অভ্যাসই হচ্ছে সামাজিক প্রথা। এ সকল সামাজিক প্রথার আবেদন এতই বেশি যে এগুলো অমান্য করলে সংঘাত ও বিদ্রোহের সৃষ্টি হয়। কালক্রমে এসব প্রচলিত প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি পেয়ে আইনে পরিণত হয়েছে। যেমন- ব্রিটেনের অধিকাংশ আইনই প্রথা থেকে এসেছে।

আরো পড়ুনঃ
কপিরাইট কাকে বলে? কপিরাইট আইন কি? কপিরাইট আইনের উদ্দেশ্য
ব্যবসায়ের আইনগত পরিবেশ কাকে বলে?
আইন চেম্বার কে প্রত্যক্ষ সেবা বলা হয় কেন?
নিবর্তনমূলক আটক আইনে আটক ব্যক্তিদের কতদিন আটক রাখা যায়?

error: Content is protected !!