অস্থায়ী চৌম্বক কী এবং ব্যবহার

কিছু চৌম্বক পদার্থ আছে যাদেরকে চৌম্বক ক্ষেত্রে আনলে তা চুম্বকে পরিণত হয় আবার চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে চৌম্বক ধর্ম বিলুপ্ত হয় এই ধরনের চুম্বকই অস্থায়ী চুম্বক।
যেমন- বৈদ্যুতিক কলিংবেল তৈরি করতে অস্থায়ী চুম্বকের প্রয়োজন হয়। ক্রেন তৈরিতে, ট্রান্সফর্মারের কোর, টেলিফোনের ডায়াগ্রাম, জেনারেটর এবং মোটরের আর্মেচারেও এদের ব্যবহার করা হয়।

error: Content is protected !!