অন্তু ও কাজল মামা কোথায় নীরবে শ্রদ্ধা জানান, কেন?

অন্তু ও কাজল মামা শহিদ মিনার থেকে নেমে নীরবে ভাষাশহিদদের প্রতি শ্রদ্ধা জানান। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলার সাহসী সন্তানরা ভাষা দাবিতে প্রাণ উৎসর্গ করেন। বুকের রক্ত রাজপথে ঢেলে দিয়ে ভাষার অধিকার প্রতিষ্ঠা করেন। তাঁরা আমাদের গর্ব, আমাদের স্বাধীনতা আদায়ের অগ্রপথিক তাঁরাই। তাই অন্তু ও কাজল মামা শহিদ মিনারে নীরবে শ্রদ্ধা জানান।

error: Content is protected !!