অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে কিভাবে এইডস ছড়ায়?

এইচ আইভি আক্রান্ত পুরুষ অথবা মহিলার সাথে অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে এইডস হতে পারে। যৌন মিলনের সময় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকলে যে কেউ HIV বহনকারী হলে তার সাথীও HIV গ্রহণ করবে। যৌন সম্পর্ক স্থাপনের মাধ্যমে এইডস ছড়ায়।

error: Content is protected !!