‘অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই’-বিড়াল কেন এ কথা বলেছে?

‘অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই’-বিড়াল কেন এ কথা বলেছে?

সকলের খাবার পাওয়ার অধিকার সম্পর্কে বলতে গিয়ে বিড়াল আলোচ্য উক্তিটি করেছে।
প্রকৃতি অকৃপণ হাতে তার নানারকম সম্পদে আমাদের পৃথিবীকে ভরিয়ে রেখেছে। মানুষ প্রকৃতি হতে সংগৃহীত এসব জিনিস দখল করে সেটাকে একান্তই নিজের বলে মনে করে। ওই সম্পদে কেই ভাগ বসাতে গেলে তীব্রভাবে তাতে বাধা দেয়। কিন্তু একথা মানুষ বেমালুম ভুলে যায় যে, প্রকৃতির এ সম্পদে তার যেমন অধিকার তেমনি অন্য সব প্রাণীরও রয়েছে সমান অধিকার। এই কথাটি মনে করিয়ে দেওয়ার জন্যেই বিড়াল বলেছে যে, ‘অনাহারে মরিয়া যাইবার জন্যে এ পৃথিবীতে কেহ আইসে নাই।’

error: Content is protected !!